মমতাকে চোরেদের রানি বলে কটাক্ষ করলেন অধীর

author-image
Harmeet
New Update
মমতাকে চোরেদের রানি বলে কটাক্ষ করলেন অধীর

​নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি দ্রৌপদীকে 'রাষ্ট্রপত্নী' বলে বিতর্ক সৃষ্টি করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এবার এসএসসি ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অধীর।  
 




কংগ্রেস নেতা বলেন, 'তৃণমূলের রথী মহারথীরা ক্ষমতার অপব্যবহার করে ধন কুবেরে রূপান্তরিত হয়েছেন। আভি তো স্রেফ ঝাঁকি হ্যায় , বহত কুছ বাকি হ্যায়। দিদি নিজেকে সারদামণি, রানি রাসমণি দেখানোর চেষ্টা করছেন, আসলে তিনি চোরেদের রানি ।'