ট্রেনের সঙ্গে যাত্রীবাহি বাসের ধাক্কা, বাড়ছে মৃত্যু সংখ্যা

author-image
Harmeet
New Update
ট্রেনের সঙ্গে যাত্রীবাহি বাসের ধাক্কা, বাড়ছে মৃত্যু সংখ্যা

হাবিবুর রহমান,  ঢাকাঃ বাংলাদেশে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই বাসের যাত্রী। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারে।  এমনটাই জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন।









স্থানীয় সূত্রে খবর, পর্যটকবাহী মাইক্রোবাসে ১৩ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুইজনকে আহত অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছেন। সংঘর্ষের পর মাইক্রোবাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় মাইক্রোবাসটিকে বেশ খানিকটা পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন। ট্রেন আসায় গেটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে।