"প্রাণের টানে দুই বাংলা এক"

author-image
Harmeet
New Update
"প্রাণের টানে দুই বাংলা এক"

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশ-ভারত দুই দেশের আত্মার সম্পর্ক। মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। ১৯৭১ সাল বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল তখন ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভারতের সহযোগিতার সেই ইতিহাস তাৎপর্যপূর্ণ ও গৌরবের। পাকিস্তানী হানাদার সৈন্যদের নির্বিচার হত্যাযজ্ঞ ও বর্বর নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশের প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নেন। শুধু তাই নয়, ভারত অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে আরেক ভূখণ্ডের মানুষের স্বাধীনতার রক্তাক্ত যুদ্ধে। 

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও মেঘালয়ের মাটি ও মানুষ প্রত্যক্ষভাবে যুক্ত হন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। ভারত সরকার একদিকে আশ্রয় দিয়েছিল শরণার্থীদের, অন্যদিকে রাজ্যের বিভিন্ন স্থানগুলো পরিণত হয়েছিল মুক্তিফৌজের প্রশিক্ষণ কেন্দ্রে। এভাবেই একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে অবদান রেখেছে। কলকাতার কবি, সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী বলেন, "আমাদের হৃদয়ে এখন অপার বাংলা, অবিভক্ত বাংলা, অভিন্ন বাংলা, এপার ওপার বাংলা অবিভক্ত দেখতে চাই না, পারি না। কাঁটাতার আত্মার সম্পর্ক দু’ভাগ করতে পারে না। কাঁটা তার আছে, সে যতই থাকুক, প্রাণের টানে দুই বাংলা এক হয়ে যায়। এক হবেই। আর তাতেই বাংলা ও বাঙালীর উন্নতি। প্রসার। সমৃদ্ধি।"