নিজস্ব সংবাদদাতাঃ একুশের নির্বাচনের ফল প্রকাশের দিনই মৃত্যু হয় বিজেপি নেতা অভিজিৎ সরকারের। ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। সেই ঘটনার মামলা চলছে এখনও। আর সেই সংক্রান্ত মামলা থেকে এবার সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিলেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি। শুক্রবারই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ১৫ অগস্টের পর অন্য বেঞ্চে মামলা সরে যাবে বলে জানা গিয়েছে। সিবিআই-এর বিরুদ্ধে হওয়া মামলার শুনানি ছিল শুক্রবার। সিবিআই-এর বিরুদ্ধে করা এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত তদন্তকারী সংস্থা এই মামলায় চার্জ গঠন করতে পারবে না। তাই এই শুনানি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।