উহান চীনের শূন্য কোভিড নীতি ছাড়তে নারাজ

author-image
Harmeet
New Update
উহান চীনের শূন্য কোভিড নীতি ছাড়তে নারাজ

নিজস্ব প্রতিনিধি-করোনা ভাইরাসের মূল কেন্দ্রস্থল জিরো কোভিড নীতির কঠোর পদক্ষেপের কারণে, সম্প্রতি চারটি নতুন উপসর্গবিহীন কেস রিপোর্ট করায় উহান আবার লকডাউন ডেকেছে।তাছাড়াও চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান, জর্জ গাওস, বিশ্বের প্রথম করোনাভাইরাস 









প্রাদুর্ভাবের প্রাথমিক তদন্তের তদারকি করার পরে এবং সেই সঙ্গে পাঁচ বছর পদে থাকার পরে পদত্যাগ করেছেন।কেউই বলতে প্রস্তুত নয় যে কোভিড ভাইরাসের বর্তমান স্ট্রেনটি ডেল্টার মতো অত্যন্ত সংক্রামক নাকি মৃদু। সাম্প্রতিক লকডাউনটি সারা দেশে চীনা নাগরিকদের মধ্যে শক ওয়েভ পাঠিয়েছে, মানুষ শুধুমাত্র এখন ট্রমাতে রয়েছে মাসব্যাপী লকডাউনে।এবং কমিউনিস্ট জাতি এখনও তার শূন্য কোভিড নীতি ছেড়ে দিতে অস্বীকার করছে।