New Update
নিজস্ব সংবাদদাতাঃ স্মৃতি ইরানির মেয়ের বেআইনি পানশালা বিতর্কে কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পবন খেরা এবং নেট্টা ডি'সুজাকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট। আগামী ১৮ অগাস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এছাডা়ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তাঁর মেয়ের বিষয়ে করা টুইটগুলো ২৪ ঘণ্টার মধ্য়ে সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। মামলাটি সিলি সোলস ক্যাফে অ্যান্ড বারকে ঘিরে রাজনৈতিক বিতর্কের সঙ্গে সম্পর্কিত। কংগ্রেসের অভিযোগ, গোয়ার এই পানশালাটির মালিক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোয়েশ ইরানি। কংগ্রেসের এই অভিযোগের ভিত্তিতে ২ কোটি টাকার মানহানির মামলা করেন ইরানি। আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি মিনি পুষ্কর্ণ বলেন, "আমি প্রাথমিকভাবে মনে করি যে প্রকৃত ঘটনা যাচাই না করেই বাদীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে। কংগ্রেস নেতাদের সাংবাদিক সম্মেলনের কারণে করা টুইট ও রিটুইটের পরিপ্রেক্ষিতে বাদীর সুনামকে মারাত্মক আঘাত করা হয়েছে। বাদী প্রাথমিকভাবে মামলা করেছেন। ভারসাম্য বাদীর পক্ষে এবং বিবাদীদের বিরুদ্ধে রয়েছে।"
কংগ্রেসের অভিযোগ, স্মৃতি ইরানির মেয়ে বিজেপি শাসিত গোয়ায় অবৈধ বার চালাচ্ছেন। যদিও স্মৃতি ইরানি কংগ্রেসের অভিযোগগুলোকে দূষিত বলে অভিহিত করেছেন। এছাড়াও কংগ্রেস নেতাদের দুষ্ট বলেও তিনি অভিহিত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, তাঁর ১৮ বছরের পড়ুয়া কন্যার চরিত্র হনন করার উদ্দেশ্যেই কাজ করছে কংগ্রেস। স্মৃতি ইরানি কংগ্রেস নেতা পবন খেরা, জয়রাম রমেশ এবং নেট্টা ডি'সুজাকে আইনি নোটিশ পাঠিয়ে লিখিত নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং এছাড়াও অবিলম্বে তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বলেছেন। আদালতের নির্দেশ নিয়ে জয়রাম রমেশ বলেছেন, "স্মৃতি ইরানির দায়ের করা মামলার আনুষ্ঠানিক জবাব দেওয়ার জন্য দিল্লি হাইকোর্ট আমাদের নোটিশ জারি করেছে। আমরা আদালতের সামনে তথ্য উপস্থাপনের জন্য তৈরি আছি। আমরা মিসেস ইরানিকে মিথ্যা প্রমাণ করব।"
pawan khera
Smriti Irani
notice
GOA
delhi high court
Congress leader
netta d'souza
illegal bar row
jairam ramesh
union minister