নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : দল থেকে কোনোরকম সহযোগিতা না পাওয়ার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বিডিওকে চিঠি অঞ্চল প্রধানের। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃনমূল নেতৃত্ব।
পার্টি থেকে কোনো রকম সাহায্য করা হয়নি। একা চাপ বাড়ছিল। তাই পদত্যাগ করতে চেয়ে বিডিওকে চিঠি লিখলেন সবং ব্লকের ৫ নং সারতা অঞ্চলের অঞ্চল প্রধান সুমিতা গাঁতাইত। গত কদিন আগেই তিনি সবং বিডিওকে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন।তিনি জানান, তিনি দলকে ভালো বাসেন। চার বছর ধরে তৃণমূলের প্রধান হয়েই কাজ করছেন। এখন চাপ হয়ে যাচ্ছে। তাই এই পদত্যাগ। যদিও তাকে সমস্ত রকমের সহযোগিতা করা হয়েছে বলে দাবি সবংয়ের তৃণমূল নেতৃত্বের। এ নিয়ে পাল্টাকটাক্ষ শুরু করেছে বিজেপি। বিজেপি নেতা অজিত দত্ত গুপ্তর অভিযোগ, ভাগাভাগি নিয়ে ঝামেলা।এটা পরিস্কার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। বিজেপির কটাক্ষের উত্তর দিয়েছে তৃনমূল নেতা দিগ্বিজয় মান্না।