স্বামীর ব্যবসায়ে কি জরিত শিল্পা?

author-image
Harmeet
New Update
স্বামীর ব্যবসায়ে কি জরিত শিল্পা?

 নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ব্রিটিশ- ইন্ডিয়ান ব্যবসায়ী ও বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অশ্লীল ছবি বানানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এবার এই মামলায় নাম জড়াচ্ছে শিল্পা শেট্টিরও। এখনও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া না গেলেও তদন্ত থেকে এখনই বাদ দেওয়া হবে না তাঁকে।

পর্ন ছবি তৈরির ব্যবসায় শিল্পার স্বামী | News24 TV | Twenty-Four Hour  Bangladeshi News Channel

প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে রাজ ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খোলেন। তার ছ’মাস পরেই সংস্থাটি ‘হটশট’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল। তদন্তকারী অফিসারদের দাবি, যা প্রশাসনের কাছে পর্ন অ্যাপ নামে চিহ্নিত। অন্য দিকে, মঙ্গলবার রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।