নিজস্ব সংবাদদাতাঃ তামাক সেবন ক্যান্সারের কারণ...বিধিবদ্ধ সতর্কীকরণের এই কথাতেও হুঁশ ফিরছে না। ধুমপান ও তামাক সেবনের কারণে মৃত্যুর হিসেবে খাদের কিনারায় পড়ে থাকা দেশ ভারতে এবার এই ধরনের পণ্যের মোড়ক বা প্যাকেটে নয়া সতর্কীকরণ বাক্য লেখা হবে। সঙ্গে দিতে হবে তামাক সেবনের ফলে কী ক্ষতি হতে পারে, সেই ভয়াবহতার ছবিও। যাতে তামাকসেবনের আগে মানুষ আঁতকে ওঠে এর পরিনামের কথা জানলে। পয়লা ডিসেম্বর, ২০২২-র পর থেকে সব তামাকজাত পণ্যে বিধিবদ্ধ সতর্কীকরণে লিখতে হবে, 'তামাক সেবন যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ' এবং 'তামাক ব্যবহারকারীদের অল্প বয়সে মৃত্যু হয়।' সমস্ত তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।