নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : সিঙ্গেল প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ নিয়ে মানুষকে সচেতন করতে সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাথরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাকড়া এলাকায় পদযাত্রার আয়োজন করা হল। ওই পদযাত্রায় সামিল হয়েছিলেন, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎ, পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চঞ্চল মাহাত সহ আরো অনেকে।
পাশাপাশি স্থানীয় স্কুল পড়ুয়ারা ওই পদযাত্রাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে সামিল হয়েছিল। প্লাস্টিক নিয়ে সচেতনতামূলক কর্মসূচি থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিজেদের বাড়ির সামনে খোলা জায়গায় ওই চারা গাছ লাগানোর জন্য এবং সেই চারা গাছটিকে বড় করে তোলার জন্য আহ্বান জানানো হয়।