পুরুলিয়ায় ফের মাওবাদীদের নামে পোস্টার, বিডিওকে খুনের হুমকি

author-image
Harmeet
New Update
পুরুলিয়ায় ফের মাওবাদীদের নামে পোস্টার, বিডিওকে খুনের হুমকি

নিজস্ব সংবাদদাতাঃ শহিদ সপ্তাহের মাঝেই শুক্রবার সাতসকালে মানবাজার ১ নম্বর ব্লকের বিডিওকে খুনের হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। যদিও উদ্ধার হওয়া পোস্টারগুলো আদৌ মাওবাদীদের দেওয়া কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে পুরুলিয়ার মানবাজার এলাকায় মানবাজার-বরাবাজার ও মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের ওপরে বিভিন্ন গাছে একাধিক পোস্টার দেখতে পান স্থানীয়রা। কোনওটি সাদা কাগজে লাল কালিতে লেখা। কোনওটি আবার কমলা রঙের কাগজে লেখা। সেই কাগজের বয়ান সম্পূর্ণভাবে স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে, সেখানে একটি লজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিও সেই লজটি খুলেছেন এমন দাবিও করা হয়েছে। পাশাপাশি সেই লজ বন্ধ না করা হলে বিডিও মোনাজকুমার পাহাড়িকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারের নিচে লেখা ‘মাওবাদী’। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এটি আদৌ মাওবাদী পোস্টার কিনা, তা নিয়ে একাধিক প্রশ্ন। কারণ এদিন উদ্ধার হওয়া পোস্টারের বাক্য গঠন ও বানানে অজস্র ভুল। কিন্তু মাওবাদীদের পোস্টারে সাধারণত ঝকঝকে হাতের লেখা এবং নির্ভুল বাংলা থাকে। ফলে এটা ‘ভুয়ো মাওবাদী’ পোস্টার হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, পুরুলিয়ার জঙ্গলমহল-সহ ঝাড়গ্রাম, দক্ষিণ বাঁকুড়ায় বেশ কিছুদিন ধরে ‘ভুয়ো মাওবাদী’দের পোস্টার মিলছিল।