নিজস্ব সংবাদদাতাঃ ফের গণধর্ষণ, এবার ঘটনাস্থল রাজস্থানের ঢোলপুর। বছর ১৪-র কিশোরীকে রাতভর গণধর্ষণ করল ৬-৭ জন। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বাজারে গিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, সেখানেই মাঝবয়সী এক ব্যক্তি তাকে জোর করে বাইকে তুলে নিয়ে কাছের টোল প্লাজায় নামিয়ে দেয়। সেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ৬-৭ জনের একটি দল। কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে রাতভর ধর্ষণের পর এলাকার এক মন্দিরের কাছে ফেলে পালিয়ে যায় অভিযুক্তের দল। নির্যাতিতাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানিয়েছে নির্যাতিতা কিশোরী। হাসপাতালে কিশোরীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। এরপর পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।