কেমন কাটল ধর্নার দ্বিতীয় রাত, জানালেন ডেরেক

author-image
Harmeet
New Update
কেমন কাটল ধর্নার দ্বিতীয় রাত, জানালেন ডেরেক

নিজস্ব সংবাদদাতাঃ আগেরদিন ভিডিয়ো করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলেন। এবার ধর্নার দ্বিতীয় দিনে মশার কামড় থেকে বাঁচতে নিজেরাই মশারির ব্যবস্থা করে নিলেন বিক্ষোভকারী সাংসদরা। ২৭ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে ধর্নায় বসেছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আম আদমি পার্টি সহ একাধিক বিরোধী দলের সাংসদরা। টানা ৫০ ঘণ্টা ধর্না দেবেন বলেই জানিয়েছেন। বৃহস্পতিবার ছিল ধর্নার দ্বিতীয় রাত। একাধিক সাংসদকেই খোলা আকাশের নীচে বিছানা পেতে, মশারির ভিতরে শুয়ে রাত কাটাতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য সাংসদদের ওই ধর্নাস্থল ছাড়তে হয়। 

                            

আজ, শুক্রবার দুপুর ১২টা নাগাদ শেষ হবে বিরোধী দলগুলোর সাংসদদের ধর্না। বুধবার রাতে যেমন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর টুইট করে ধর্না ও সংসদে মশার কামড় নিয়ে আপডেট দিয়েছিলেন, একইভাবে গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েনও টুইট করেন এবং ২৭ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানান। তিনি টুইটে লেখেন, “আপডেট, এখন রাত একটা। এটা সংসদে ধর্নার ছবি। একটানা ৫০ ঘণ্টার ধর্না এখনও জারি রয়েছে। আরও ১২ ঘণ্টা বাকি। মূল্য়বৃদ্ধি নিয়ে আলোচনা করতে চাওয়ায় যে ২৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন প্রত্যাহার করা হোক।”