টেক-অফের মুহূর্তেই রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান

author-image
Harmeet
New Update
টেক-অফের মুহূর্তেই রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী বিমান

নিজস্ব সংবাদদাতাঃ ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে। এবার কলকাতাগামী একটি বিমান অসমের জোরহাট বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল। প্রায় ছয় ঘণ্টা ধরে চেষ্টা করার পরও যান্ত্রিক ত্রুটি ঠিক করা সম্ভব না হওয়ায় শেষ অবধি বিমানটি বাতিল করে দিতে হয়। সমস্ত যাত্রীরা সুস্থ ও সুরক্ষিত রয়েছেন বলেই জানানো হয়েছে উড়ান সংস্থার তরফে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই-৭৫৭ বিমানটি অসমের জোরহাট থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়েই বিমানের চাকা এগোলেও টেক-অফের আগেই ঘটে বিপত্তি। রানওয়ে ধরে এগোনোর সময়ে আচমকা চাকা পিছলে যায় এবং পাশে থাকা জমিতে নেমে যায়। বৃষ্টি হওয়ায় মাটি নরম ছিল, কাদায় বেশ কিছুটা গেঁথে যায় বিমানের চাকা। ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানে মোট ৯৮ জন যাত্রী ছিল। রানওয়ের ওই বিপত্তির এক ঘণ্টার মধ্যেই সমস্ত যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয়। তাদের ওয়েটিং রুমে বসানো হয় এবং খাবার ও পানীয় দেওয়া হয়। প্রাথমিক তদন্তে বিমানের কোনও যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছিল বলে মনে করা হয়। তবে দীর্ঘ ছয় ঘণ্টা ধরে বিমানটিকে পরীক্ষা করেও কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি।