নিজস্ব সংবাদদাতাঃ সঙ্গমের সময় চুম্বন কেকের ওপর চেরির মতন। না থাকলে কেকের টেস্টই নষ্ট হয়ে যায়। সঙ্গমের যেমন বিভিন্ন পজিশন আছে। তেমনই চুম্বনেরও বিভিন্ন পজিশন আছে। তার মধ্যে অন্যতম একটি হল চেস্ট টু চেস্ট। এর জন্য আপনাকে আপনার সঙ্গিনীর বুকের সঙ্গে নিজের বুক ভালো করে লাগিয়ে রাখতে হবে। আপনার হাত দিয়ে তার শরীর জুড়ে খেলা করুন। তার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে ডুব দিন গভীর ভালোবাসায়।