মন্ত্রিত্ব থেকে অপসারিত, এবার নবান্নে পার্থর দফতরের দরজা থেকে খোলা হল নামফলক

author-image
Harmeet
New Update
মন্ত্রিত্ব থেকে অপসারিত, এবার নবান্নে পার্থর দফতরের দরজা থেকে খোলা হল নামফলক

নিজস্ব সংবাদদাতাঃ বাম আমলে বিরোধী দলনেতার পদ সামলেছেন তিনি। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গত ১১ বছর ধরে বিভিন্ন দফতরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এবার সব দফতর থেকে সরানো হল পার্থকে। তিনি এখন ‘প্রাক্তন মন্ত্রী’। তাঁর হাতে থাকা সব দফতর থেকেই অপসারণ করা হয়েছে তাঁকে। এবার নবান্নে পার্থের দফতরের দরজা থেকে সরিয়ে দেওয়া হল তাঁর নামফলক। বৃহস্পতিবার দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসে। তারপরেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের শিল্প, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি দফতর থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থের অধীনে থাকা দফতরগুলো আপাতত দেখবেন খোদ মুখ্যমন্ত্রী।