হরি ঘোষ, দুর্গাপুর : অর্ক নেই ১০ বছর হয়ে গেল। আজও সবার কাছে তার উপস্থিতি যেন উজ্জ্বল। প্রতিবছরের মতো এবারও তার জন্মদিনে পরিবারের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।
সকলের সুখে - দুঃখে পাশে থাকা ছেলেটা, আক্রান্ত হয়েছিল ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও সমান পারদর্শী ছিল, দুর্গাপুরের কুরুড়িয়া ডাঙ্গা এলাকার প্রমোদ নগরের বাসিন্দা অর্ক সরকার। ব্লাড ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজন পড়েছিল প্রচুর রক্তের। বহু চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি সরকার পরিবার। অবশেষে আজ থেকে বছর দশেক আগে মাত্র ২১ বছর বয়সে তার মৃত্যু হয়। সেই থেকে অর্কর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে, প্রতিবছর ২৮ জুলাই রক্তদান শিবিরের আয়োজন করেন পরিবারের লোকজন। এবারও ইস্পাত নগরীর এএসপি স্টেডিয়ামে আয়োজিত দশম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরে, প্রায় ৬০ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় এদিনের শিবিরে বেশকিছু সিআইএসএফ জওয়ান এগিয়ে আসেন রক্তদানে। এমন ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন তারা। সমাজের প্রতি কর্তব্য পালনের উদ্দেশ্যে এবং রক্তের যোগান মেটাতে সকলকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান অর্কর পরিবার ও পরিজনেরা।