সবার আগে এএনএম নিউজ : পার্থকে সরানোর জন্য চাপ, অবশেষে সরলেন পার্থ

author-image
Harmeet
New Update
সবার আগে এএনএম নিউজ : পার্থকে সরানোর জন্য চাপ, অবশেষে সরলেন পার্থ

নিজস্ব সংবাদদাতা : এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতারের ৬ দিন পর মন্ত্রীত্ব থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। আর এমনটা যে হতে চলেছে সে খবর প্রথম জানান দিয়েছিল এএনএম নিউজ। বিগত দিনগুলির প্রতিবেদনগুলিতে চোখ বোলালে দেখা যাবে এএনএম নিউজ বারে বারে বলে এসেছে যে চাপ বাড়ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এবার দুর্নীতি কাণ্ডে মন্ত্রীত্ব হারাতে চলেছেন পার্থ। এমনকি বৃহস্পতিবারের সকালের প্রতিবেদনগুলিতেও এএনএম নিউজ তুলে ধরেছে পার্থের মন্ত্রীত্ব চলে যাওয়ার বিষয়টি। আর ঠিক বিকেলেই সত্যি হল তা। 



যে সম্ভবনার কথা এএনএম নিউজ তার পাঠকদের জানিয়ে আসছে গত কয়েকদিন ধরে সেটাই বাস্তবে ঘটলো। মন্ত্রীত্ব থেকে অপসারিত করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। দুর্নীতিতে তার নাম জড়ানোর পর থেকেই দল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠছে আঙুল। এই ঘটনা তোলপাড় করেছে রাজ্য-রাজনীতি। আলোড়ন ফেলেছে রাজ্য থেকে জাতীয় স্তরে। এবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য পার্থকে নিয়ে দল কি সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় বঙ্গবাসী।