নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে, স্থানীয় কৃষক ও দুধ উৎপাদনকারীদের সহায়তার জন্য গুজরাতে সাবরকাঁথার গাধোদা চৌকিতে সাবার ডেইরির একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ''আজ সবর ডেইরি সম্প্রসারিত হয়েছে। এখানে শত কোটি টাকার নতুন প্রকল্প স্থাপন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সাথে মিল্ক পাউডার প্ল্যান্ট এবং এ-সেপটিক প্যাকিং বিভাগে আরও একটি লাইন যুক্ত করার সাথে সাবার ডেয়ারির ক্ষমতা আরও বাড়বে।দেশে ১০,০০০ কৃষক উৎপাদক সমিতি (এফপিও) গঠনের কাজ পুরোদমে চলছে। এর মাধ্যমে ক্ষুদ্র কৃষকরা সরাসরি খাদ্য প্রক্রিয়াকরণ, মূল্য যুক্ত রপ্তানি ও সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত হতে পারবে। এটি গুজরাটের কৃষকদের উপকৃত করবে।''