নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। তবে যাত্রী নিয়ে নয়, শুরু হবে ট্রায়াল রান। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরীক্ষামূলকভাবে ছুটবে ট্রেন। জোকা-তারাতলা বা নিউ গড়িয়া-রুবির মধ্যে আগামী মাস থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাচ্ছে। উত্তর-দক্ষিণে চলা বাতিল নন এসি রেক দিয়ে হবে এখানকার লাইন পরীক্ষা। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নন এসি রেক দিয়ে নয়, আধুনিক এসি মেট্রো দিয়েই হবে ট্রায়াল রান। কারণ, এই লাইনে মান্ধাতার আমলের নন এসি রেক চলবে না বলেই জানাচ্ছেন মেট্রোর কর্তারা। ইস্ট-ওয়েস্টের সেই পরীক্ষামূলক দৌড়কে কেন্দ্র করে আপাতত মেট্রোর অন্দরে সাজ সাজ রব। বস্তুত এ যেন ইতিহাসের সাক্ষী হওয়া। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশনের মাঝে পড়বে দু’টি স্টেশন-হাওড়া ও মহাকরণ। হাওড়া থেকে ট্রেন ছেড়ে গঙ্গার তলা দিয়ে এসে ময়দান স্টেশনে দাঁড়াবে। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। এখানকার কাজ দ্রুত এগোলেও কেএমআরসিএলকে এখনও ভাবাচ্ছে বউবাজারের অংশের কাজ। ওই অংশের কাজ হয়ে গেলেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রী নিয়ে ছুটবে ট্রেন। তবে ট্রায়াল রান অক্টোবরে শুরু হলেও হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা শুরু হতে আগামী বছরের শেষ হয়ে যাবে। আর তা শুরু হলে পাতালপথে মিলে যাবে দুই রেলস্টেশন। লোকাল ট্রেন থেকে নেমে লাখ লাখ যাত্রী মেট্রোয় চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন।