নিজস্ব সংবাদদাতা : গোহত্যার প্রতিবাদে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর রাজস্থানের হনুমানগড় জেলার দুটি গ্রামে কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
প্রসঙ্গত, গোহত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার সন্ধ্যায় ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড। সহিংসতার ঘটনায় পুলিশ গ্রেফতার করে ৪৫ জনকে। জেলা কালেক্টর নাথমল দিদেল বলেন,"বুধবার সন্ধ্যায় গান্ধীবাদি এবং চিদিয়া গান্ধী গ্রাম পঞ্চায়েতে কারফিউ জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত করা হয়েছে।"