নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতিকে অসম্মানের কথা ভাবতেই পারি না। ভুল করে শব্দ বেরিয়ে গিয়েছে। রাষ্ট্রপতির যদি খারাপ লাগে, তাহলে আমি তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চাইব। ওঁরা যদি চান, আমায় ফাঁসি দিতে পারেন। আমি শাস্তি নিতে প্রস্তুত। কিন্তু সোনিয়া গান্ধীকে কেন এসবের মধ্যে টেনে আনা হচ্ছে বলে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। প্রসঙ্গত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্মোধন করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যার বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে লোকসভার অধিবেশন। অধীর চৌধুরীকে ক্ষমতা চাইতে হবে বলে দাবি জানিয়ে বিক্ষোভে সামিল বিজেপি।