নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী যতই বলুন না কেন 'অধীর চৌধুরি ক্ষমা চেয়েছেন।' অধীরবাবুর মন্তব্য কিন্তু অন্যকথা বলছে। আর এনিয়ে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, "সনিয়া গান্ধী দেশকে বিভ্রান্ত করছেন। কারণ 'রাষ্ট্রপত্নী' মন্তব্যের জন্য অধীর রঞ্জন চৌধুরি দাবি করেছেন যে, ক্ষমা চাওয়ার দরকার নেই।" এরপরেই সীতারমণ আরও বলেন, " যেনতেন প্রকারে আদিবাসীদের হেয় করে আসছে কংগ্রেস। স্বনির্মিত সফল নেতা। আমরা বিজেপি দাবি করছি, অধীর চৌধুরির রাষ্ট্রপত্নী মন্তব্যের জন্য কংগ্রেস জাতির কাছে ক্ষমা চাইবে।"