আর ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা নয়, ১৭ পার হলেই ভোটার তালিকায় নাম তোলা যাবে

author-image
Harmeet
New Update
আর ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা নয়, ১৭ পার হলেই ভোটার তালিকায় নাম তোলা যাবে

নিজস্ব সংবাদদাতাঃ ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এবার আর ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কমিশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৭ বছরের বেশি বয়সিরা এখন ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবেন। প্রতি বছরের ১ জানুয়ারিতে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার প্রয়োজনীয় মানদণ্ডের জন্য অপেক্ষা করতে হবে না। কমিশন জানিয়ছে, মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডের নেতৃত্বে কমিশন সমস্ত রাজ্যের সিইও/ইআরও/এইআরওদের নির্দেশ দিয়েছে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করার জন্য। যাতে ভোটার তালিকায় নাম তোলার জন্য আগাম আবেদন জমা দিতে যুবকদের সুবিধা হয়। 

            

গত বছর সংসদের দুই কক্ষেই পাস হয়েছে নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১। এই বিলের মাধ্যমে কয়েকটি নির্বাচনী সংস্কার বাস্তবায়নের জন্য ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধনী আনা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারগুলোর মধ্যে রয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুবিধা।