কমছে বিরোধীদের সংখ্যা! সাসপেন্ড আরো তিন সাংসদ

author-image
Harmeet
New Update
কমছে বিরোধীদের সংখ্যা! সাসপেন্ড আরো তিন সাংসদ

নিজস্ব সংবাদদাতা : আরো বাড়লো সাসপেন্ড হওয়া সাংসদদের সংখ্যা। আরও তিনজন সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাজ্যসভা ত্যাগের নির্দেশ দেওয়া হল। সব মিলিয়ে চলতি সপ্তাহে সাসপেন্ড হলেন মোট ২৭ জন সাংসদ। এর মধ্যে ৪ জন সাংসদ লোকসভার ও রাজ্যসবার ২৩ জন। অদিবেশন চলাকালীন কাজে ব্যাঘাত ঘটানোর জন্য বৃহস্পতিবার থেকে এ সপ্তাহের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে আম আদমি পার্টির সুশীল কুমার গুপ্তা এবং সন্দীপ কুমার পাঠক সহ স্বতন্ত্র সাংসদ অজিত কুমার ভূঁইয়াকে।







প্রসঙ্গত, সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশন চলাকালীন অযৌক্তিক আচরণ, অসদাচরণ এবং স্লোগান দেওয়ার জন্য একের পর এক বিরোধী দলের সাংসদরা সাসপেন্ড হচ্ছেন।সাময়িক বরখাস্ত হওয়া সাংসদরা ক্ষমা চাইতে অস্বীকার করেছেন, এই বলে যে তারা কোনো ভুল করেননি।এদিকে, সংসদের উভয় কক্ষের কার্যবিবরণী বৃহস্পতিবারেও ব্যাহত হয় কারণ বিরোধীরা সাংসদরা স্থগিতাদেশ এবং জিএসটি হার বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি সহ অন্যান্য বিষয় নিয়ে হৈচৈ সৃষ্টি করেছিল। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলে আপত্তিকর উল্লেখ করায় উভয় কক্ষে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এদিন রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হলেও, বিকেল ৪টা পর্যন্ত লোকসভায় অধিবেশন পুনরায় শুরু হবে না।