‘ভুল করে বলেছিলাম, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না’: অধীর

author-image
Harmeet
New Update
‘ভুল করে বলেছিলাম, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না’: অধীর

নিজস্ব সংবাদদাতাঃ বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, “ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি ভুল করে 'রাষ্ট্রপত্নী' বলেছিলাম, এখন আপনি যদি এর জন্য আমাকে ফাঁসি দিতে চান তা আপনি করতে পারেন। একটি ক্ষমতাসীন দল ইচ্ছাকৃত ক্ষুদ্র ঘটনাকে পাহাড় প্রমাণ বিষয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"​     

                 

এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে করা বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন কংগ্রেস সাংসদ অধির চৌধুরি। সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী। দলনেত্রী ও সাংসদের মন্তব্যের ফারাক নিয়ে বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে।