নিজস্ব সংবাদদাতাঃ অধীর চৌধুরির রাষ্ট্রপত্নী মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল লোকসভা। সংসদের ভিতরে ও বাইরে সমান তালে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাফ জানিয়েছিলেন, অধির চৌধুরির মন্তব্যের কারণে সনিয়া গান্ধীকে দেশ ও দেশের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেছেন, "গোটা দেশ জানে যে কংগ্রেস দলিত ও উপজাতি বিরোধী। সর্বোচ্চ সাংবিধানিক পদের অমর্যাদা জেনে শুনেই করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। তিনি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে অভিহিত করেছেন। সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসীরা সাংবিধানিক পদে থাকা নারীদের অনবরত অবজ্ঞা করে চলেছে। আমাদের দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে হেয় করার জন্য কংগ্রেসকে সংসদে এবং দেশের রাজপথে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। যেদিন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হলেন সেদিন থেকে কংগ্রেসের বিদ্বেষপূর্ণ আক্রমণের শিকার হচ্ছেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেও সেই আক্রমণের ধার কমেনি। অধীর চৌধুরির বিতর্কিত মন্তব্য অন্তত তাই প্রমাণ করে।"