নিজস্ব সংবাদদাতাঃ চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। এরমধ্যেই নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি রাষ্ট্রপতির জায়গায় দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেন।
দেশের এক নম্বর নাগরিক তথা সাংবিধানিক প্রধানকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। এহেন দাবি তুলে এদিন লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদ ও মন্ত্রীরা। শাসক ও বিরোধী দলের বাদানুবাদ, হই-হট্টগোলের জেরে বেলা ১২ টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।