অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যের বিরোধিতায় উত্তাল লোকসভা, ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিজেপি

author-image
Harmeet
New Update
অধীরের ‘রাষ্ট্রপত্নী’ মন্তব্যের বিরোধিতায় উত্তাল লোকসভা, ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ নতুন রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগ আনল বিজেপি। অভিযোগের তির কংগ্রেস সাংসদ অধীর চৌধুরির দিকে। তিনি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলেছেন। দেশের এক নম্বর নাগরিক তথা সাংবিধানিক প্রধানকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। এহেন দাবি তুলে এদিন লোকসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদ ও মন্ত্রীরা। তালিকায় স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমণও ছিলেন। 

                 

একই দাবিতে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতৃত্ব।