ধর্নার প্রথম রাতেই সাহায্য চাইলেন কংগ্রেস সাংসদ

author-image
Harmeet
New Update
ধর্নার প্রথম রাতেই সাহায্য চাইলেন কংগ্রেস সাংসদ

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলগুলোর ২৪ জন সাংসদ। এদিকে তাঁরা দোষ মানতে নারাজ। সাসপেনশন প্রত্য়াহারের দাবিতে লাগাতার ৫০ ঘণ্টা ধর্নায় বসেছেন সাসপেন্ড হওয়া সাংসদরা। বুধবার এই ধর্নার প্রথম দিন ছিল। সারারাত সংসদ ভবনের ভিতরে কেমন কাটল বিক্ষোভকারী সাংসদদের, তা নিজেরাই জানালেন। কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর তাঁর হাতে মশা বসে থাকার ছবি পোস্ট করেন টুইটারে। সেই পোস্টে কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ট্যাগ করে মনিকম ঠাকুর লেখেন, “সংসদে মশা কিন্তু বিরোধী দলের সাংসদরা ভয় পান না। মনসুখ মাণ্ডব্যজি, দয়া করে সংসদে থাকা ভারতীয়দের রক্ত বাঁচান, বাইরে আদানি রক্ত চুষে নিচ্ছে।”  মশা মারতে মারতে ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “সংসদে গান্ধীমূর্তির সামনে মশা। সাংসদরা এখানে ধর্নায় বসেছেন। এটা সংসদের মচ্ছর স্টোরি।” যদিও ক্যামেরা ঘুরিয়ে তিনি নিজেই দেখান ঘাসের উপরে মশা তাড়ানোর ধূপ জ্বালানো রয়েছে।  

                                

বিক্ষোভকারী সাংসদরা রাতভর সংসদে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি রাতেও শৌচাগার খোলা রাখা ওবং গাড়ি যাতায়াতের অনুমতি চেয়েছেন। খোলা আকাশের নীচে যাতে শুতে না হয়, তার জন্য তাঁবু খাটানোর অনুমতি চেয়েও সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে।