ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার দাওয়াই গাপ্পি

author-image
Harmeet
New Update
ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার দাওয়াই  গাপ্পি

নিজস্ব সংবাদদাতা:  চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গির আক্রমণ। বিভিন্ন জায়গাতেই ডেঙ্গির বাড়বাড়ন্ত ক্রমশ বাড়ছে। বাঁকুড়া পৌরসভা তাই আগেভাগেই সচেতনতা বাড়াচ্ছে।পৌরসভার তরফ থেকে বহুবার প্রচার চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করাও হয়েছে। বাঁকুড়া পৌরসভার উদ্দ্যোগে বাঁকুড়ার আট নম্বর ওয়ার্ডে ডেঙ্গু যাতে না হয় সেই কারণে লালবাঁধ পুকুরে গাপ্পি মাছ ছাড়া হল। মশার বংশ বিস্তার রুখতে এ বার দাওয়াই গাপ্পি মাছ।ডেঙ্গু রুখবে এবার গাপ্পি মাছে। লড়াই করবে তারা মশার লার্ভার সঙ্গে। এই ছোট ছোট মাছগুলি মশার লার্ভাকে খেয়ে পরিবেশকে ডেঙ্গু মুক্ত করবে। ডেঙ্গু দমনে তৎপর রাজ্য ।