নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৮ আগস্ট কলকাতার ধর্মতলায় গান্ধী মুক্তির পাদদেশে পালন করা হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। তার আগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের অডিটোরিয়াম হলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি অভিরূপ চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, উপস্থিত ছিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, যুব সভাপতি সন্দীপ সিংহ সহ অন্যান্য ব্লক ও জেলা স্থানীয় নেতাকর্মীরা। তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার ছাত্রছাত্রী উপস্থিত হবেন গান্ধী মূর্তির পাদদেশ। সেই সঙ্গে প্রত্যেকটি কলেজে এবং ব্লকে ব্লকে ছাত্রদের ছোট ছোট কর্মসূচি গ্রহণ করারও নির্দেশ দেন।