ঢাকায় কবি ও লেখকদের নিয়ে মিলন মেলা

author-image
Harmeet
New Update
ঢাকায় কবি ও লেখকদের নিয়ে মিলন মেলা

হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের সাহিত্য সম্মেলন। বুধবার বিকেল ৪ টায় ঢাকার কেন্দ্রীয় শিশু কল্যাণপরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ভারত-বাংলাদেশের কবি ও লেখকদের নিয়ে মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ভারত বাংলাদেশের কবিরা দুই দেশের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করেন। প্রথমে শুরু হয় আলোচনা সভা।

 

কবিতা উৎসবের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত কলকাতা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম ও আগরতলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক শিল্পীরা ৩ দিনের সফরে বাংলাদেশে গিয়েছেন। তাঁরা বাংলাদেশের পদ্মা সেতু, টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৩০ জুলাই ভারতে ফিরে আসবেন।