নিজস্ব সংবাদদাতা: সমুদ্রের রূপোলি শস্য ইলিশ মাছ ধরা পড়ার অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। অনুকূল আবহাওয়ায় প্রতিদিন রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়ছে দিঘা মোহনায়। প্রতিদিন ১০ থেকে ১২ টন ইলিশ মাছ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। দু বছরের খরা কাটিয়ে এক সপ্তাহে প্রায় ৮০ টনের বেশি ইলিশ উঠল দিঘা মোহনা নিলাম কেন্দ্রে। মোহনা জুড়ে খুশির হাওয়া মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মধ্যে।