নিজস্ব সংবাদদাতা: অনলাইনে দু' হাজার টাকার শাড়ি অর্ডার দিয়ে ৯৯ হাজার টাকা খোয়ালেন ব্যান্ডেলের গৃহবধূ। চুঁচুড়া থানা এবং চন্দননগর পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের। ব্যান্ডেলের বাসিন্দা রাশমি জৈন চলতি মাসের সাত তারিখে অনলাইনে একটি শাড়ি অর্ডার করেন। সুরাটের সেই শাড়ির দাম দু'হাজার টাকা।দিন ১৫ হয়ে যাওয়ার পর মোবাইলে শাড়ি ডেলিভারি হয়েছে বলে মেসেজ আসে। কিন্তু শাড়ি বাড়িতে আসেনি। যে কুরিয়ার সংস্থা শাড়ি ডেলিভারি করে তার নম্বর গুগল সার্চ করে ফোন করে জানতে চান গৃহবধূ। কুরিয়ার থেকে বলা হয় পার্সেল এসে গেছে। রেজিষ্ট্রেশনের জন্য টোকেন মানি হিসাবে দু'টাকা অনলাইনে পেমেন্ট করতে। টাকা পেমেন্টের জন্য একটা ওটিপি দেওয়া হয়। ওটিপি বলতেই ৯৯ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়।এর দুদিন পর শাড়ি দিয়ে যায় কুরিয়ার সংস্থার ডেলিভারি বয়।