নিজস্ব সংবাদদাতাঃ প্যাকেটজাত খাদ্যপণ্য, বিশেষ করে মুড়ির উপরে জিএসটি বসানোর প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার সংসদে গান্ধীমূর্তির পাদদেশে মুড়ির উপরে জিএসটি বসানোর প্রতিবাদে হাতে মুড়ি নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন দোলা সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র সহ একাধিক তৃণমূল সাংসদ। বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে লোকসভা ও রাজ্যসভা। প্রতিদিনই বারংবার অধিবেশন মুলতুবি করতে হয়েছে বিরোধীদের বিক্ষোভের জেরে। গতকালও সংসদে বিরোধীরা বিক্ষোভ দেখায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সংসদের নিয়মভঙ্গের অভিযোগে ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এদের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৭ সাংসদও রয়েছেন, তারা হলেন দোলা সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, মৌসম নুর, শান্তনু সেন, নাদিমূল হক, আবির রঞ্জন বিশ্বাস। এদিন সাসপেন্ড হওয়া সাংসদরাও বিক্ষোভ দেখান। আগামী শুক্রবার অবধি, একটানা ৫০ ঘণ্টা ধরে তারা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্যসভা থেকে যে ৭ জন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন প্রত্য়াহার করতে হবে। এই দাবিতে আজ থেকে আগামী শুক্রবার অবধি, টানা প্রায় ৫০ ঘণ্টা ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাবেন তাঁরা।