কলকাতায় অবতরণের সময় স্পাইস জেটের বিমানে পাখির ধাক্কা

author-image
Harmeet
New Update
কলকাতায় অবতরণের সময় স্পাইস জেটের বিমানে পাখির ধাক্কা

নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানের সামনের কাচে পাখির ধাক্কা লাগল। মঙ্গলবার সকালের ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে বিমানটি নির্বিঘ্নে উড়েও যায় মুম্বইয়ে উদ্দেশে।বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ স্পাইস জেটের একটি বিমান মুম্বই থেকে কলকাতায় অবতরণ করছিল। সেই সময় বিমানের সামনের কাচে একটি পাখির ধাক্কা লাগে বলে অভিযোগ করেন বিমানের পাইলট। চালকের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পায় বিমানটি। যাত্রী এবং বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি। বিমানটিরও কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। পরে বিমানটি নির্দিষ্ট সময়ে কলকাতা বিমানবন্দর ছেড়ে মুম্বইয়ের উদ্দেশে রওনাও হয়।