নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাল ভারত।
ইউএনএসসি-তে হওয়া একটি বৈঠকে ভারতের স্থায়ী মিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স তথা জাতিসংঘের রাষ্ট্রদূত আর রবীন্দ্রে বলেন, “আমরা বিশ্বাস করি যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেকার সংঘাতের শান্তিপূর্ণ সমাধাণ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনবে”।
তিনি জানান, ভারত দুই দেশের বিষয়ে উদ্বিগ্ন রয়েছে। বিশেষ করে বেসামরিক জনগণের হত্যার বিষয়ে নিন্দা জানান তিনি।