এসএসসি দুর্নীতিতে দোষীদের শাস্তি ও নিয়োগের দাবিতে বিক্ষোভ

author-image
Harmeet
New Update
এসএসসি দুর্নীতিতে দোষীদের শাস্তি ও নিয়োগের দাবিতে  বিক্ষোভ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এএসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। এবার দুর্নীতিতে জড়িত বাকিদেরও গ্রেফতার করতে হবে। পাশাপাশি এসএসসি, পরীক্ষার নোটিফিকেশন জারি করে স্থায়ী নিয়োগ দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া ইয়ুথ স্ট্রাগল কমিটি।




 মঙ্গলবার সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করে জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখান এসএসসি চাকরিপ্রার্থী যুবকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এসএসসি দুর্নীতির সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। এই দাবিতে কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে। উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় বিশ্বাস, সভাপতি সুশান্ত পানিগ্রাহী, অভিজিৎ পাত্র, চিন্ময় ভূঁইয়া, সমীর ঘাঁটি। সংগঠনের দাবি, দীর্ঘ ছয় বছর ধরে SLST এর পরীক্ষা বন্ধ। এর ফলে চাকরিপ্রার্থীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। ২০১৬ সালের SLST উত্তীর্ণরা ৫০০ দিন ধরে তাদের নিয়োগের দাবিতে শীত, গ্রীষ্ম, বর্ষাকে উপেক্ষা করে লাগাতার অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই সফল চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়েছে সংগঠন।