নিজস্ব সংবাদদাতাঃ একুশে জুলাইয়ের আগের রাতে, উত্তর ২৪ পরগনার হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ‘গুলি’। অল্পের জন্য রক্ষা পেলেন ওই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, একুশে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি হিসেবে গতকাল রাত ৮টা নাগাদ হাবড়া হাট এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন তৃণমূল নেতা রাজীব সরকার। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় ‘গুলি’। ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে।