হরি ঘোষ, দুর্গাপুর : স্বাধীনতার ৭৫ বছরে বিদ্যুৎ মহোৎসবের আয়োজন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের। 'উজ্জ্বল ভারত, উজ্জ্বল ভবিষ্যৎ' শীর্ষক দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তারই অংশস্বরূপ ডিভিসির ব্যাবস্থাপনায় দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ জোনের নেতাজিভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ অংশীদারিত্বে বিভিন্ন জেলাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার নেতাজি ভবনে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শিল্পপতি ও আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি দুর্গাপুরের ডিরেক্টর অনুপম বসু, সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিত্বরা। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ডিভিসি। বর্তমানে প্রায় ৪ লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। যা চাহিদার তুলনায় প্রায় ১লক্ষ ৮৫ হাজার মেগাওয়াট বেশি।স্বভাবতই বিদেশে বিদ্যুৎ রফতানির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে ডিভিসি বলে জানায় কর্তৃপক্ষ।