নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : বছর ঘুরতে যায়। এখনও সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ ডেবরায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের।বন্যার জল হু হু করে বাড়িতে ঢুকছে। জিনিসপত্র ডুবে যাচ্ছে। কিছু করারও নেই।গত বছর বন্যায় হাড়হিম করা ছবি এখনও ভুলতে পারেনি ডেবরার বাড়াগড় এলাকার বেশ কয়েকটি পরিবার৷পুনঃরায় এলো বর্ষা। বছর গড়িয়ে গেলেও মেলেনি কোনো আর্থিক সাহায্য ও সরকারি সহযোগিতা। অভিযোগ তুললো ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
গত বছর ডেবরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল। আর তাতেই ডেবরার বাড়াগড় এলাকায় রাজ্য সড়কের পাশেই কয়েকটি বাড়ি রয়েছে। বন্যার জল রাজ্য সড়ক টপকে হু হু করে ঢুকেছিল বাড়ি গুলিতে। অনেকেই এসেছে,দেখে গিয়েছে,প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।কিন্তু ত্রিপল ছাড়া আর কিছুই জোটেনি।এখনও স্যাঁতসেঁতে বাড়িতে থাকতে হয়।দেওয়ালে ফাটল,কাদা বাঁশের দেওয়ালেই থাকতে হচ্ছে।তাই বর্তমানে সাপের আতঙ্ক নিয়েই ওই বাড়িতে দিন কাটাতে হচ্ছে পরিবারগুলিকে। যদিও ডেবরা ব্লকের বিডিও সিঞ্জিনী সেনগুপ্ত বলেন, 'আমি বিষয়টি জানলাম। খতিয়ে দেখছি। প্রকৃত সমস্যা থাকলে সরকারি কি পরিষেবা দেওয়া যায় তা খতিয়ে দেখবো।'