সংসদের বাইরে প্রতিবাদ করার হুঁশিয়ারি তৃণমূলের

author-image
Harmeet
New Update
সংসদের বাইরে প্রতিবাদ করার হুঁশিয়ারি তৃণমূলের


নিজস্ব সংবাদদাতাঃ ৭ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই নিয়েই এবার সংসদের বাইরে প্রতিবাদ করার হুমকি দিল তৃণমূল। তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা শুধু মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। সরকার আলোচনা করতে চায় না এবং এই কারণেই আমাদের বরখাস্ত করা হয়েছে। আমরা সংসদের বাইরে প্রতিবাদ করব।' 


  




অন্যদিকে সুস্মিতা দেব বলেন, 'এটা স্পষ্ট যে মোদী সরকারের কাছে মুদ্রাস্ফীতির কোনও উত্তর নেই। অর্থমন্ত্রীর অবস্থা ভালো না হলে প্রধানমন্ত্রী মোদী আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। সংসদে প্রশ্ন তোলার জন্য ১৯ জন সাংসদকে সাসপেন্ড করা অন্যায়। আমরা সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ করব।'