নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিপর্যয় নেমে এল অমরনাথে। প্রবল বৃষ্টিতে অমরনাথ গুহার কাছে ফের বন্যা দেখা দিয়েছে। গুহার চারপাশের পাহাড়ে বৃষ্টির কারণে আজ বিকেল ৩টে নাগাদ জলাধার ও আশপাশের এলাকা প্লাবিত হয়। তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি তীর্থযাত্রীকে নিরাপদ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। এর আগে গত ৮ জুলাই অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় ১৫ জন নিহত হয় এবং ৪০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়। গুহার কাছে নির্মিত বহু তাঁবু ধ্বংস হয়ে যায়।