নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া এলাকায় ৪০ বিঘা জায়গার উপর বিলাসবহুল ফার্মহাউস। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় মানসী গুচ্ছাইত এবং তার স্বামী অতনু গুচ্ছাইত এই ৪০ বিঘা জায়গায় বিলাসবহুল ফার্মহাউসটি তৈরি করেছেন। এখানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতাদের আসা যাওয়া লেগেই থাকতো। এখানে পার্টি চলতো বলে বক্তব্য গ্রামবাসীদের।
সূত্রের খবর, মানসী এবং তার স্বামী অতনু পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তার হয়ে একাধিক ব্যাক্তির কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন। ঝাড়গ্রামের বেশ কিছুজনের চাকরিও করে দিয়েছেন টাকার বিনিময়ে। পূর্ব মেদিনীপুরে সে সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে। তদন্তের সময় মানসী এবং অতনু পালিয়ে যান বলে অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারীর পর ঝাড়গ্রামের এই ফার্ম হাউসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সূত্রের খবর, এর টাকা লেনদেনে জড়িত পার্থর ঘনিষ্ঠরা। তদন্তকারী সংস্থার কাছে তারও নথি পৌঁছেছে বলে খবর। সমস্তটাই তদন্তকারী সংস্থার আতস কাঁচের তলায়।