নিজস্ব সংবাদদাতাঃ লখিমপুর খেরি কাণ্ডে ফের একবার অভিযুক্ত আশিস মিশ্রর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। লখিমপুর খেরির টিকোনিয়ায় হিংসার ঘটনায় আশিস মিশ্রের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের লখনউ বেঞ্চ। অর্থাৎ আশিস মিশ্রকে আপাতত জেলেই থাকতে হবে। মনে করা হচ্ছিল, তাঁদের মধ্যে কয়েকজনকে কিছু শর্ত দিয়ে জামিন দেওয়া হতে পারে, কিন্তু তা হয়নি।
কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর জামিনের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট কড়া মন্তব্য করে, লখিমপুর মামলায় চার কৃষকের মৃত্যু হয়েছে। সেখানে উপস্থিত ছিল অভিযুক্তের গাড়ি, এটাই সবচেয়ে বড় ঘটনা। মামলাটি জঘন্য অপরাধের আওতায় পড়ে।