কংগ্রেসের সত্যাগ্রহ নিয়ে সুর চড়ালো বিজেপি

author-image
Harmeet
New Update
কংগ্রেসের সত্যাগ্রহ নিয়ে সুর চড়ালো বিজেপি

নিজস্ব সংবাদদাতা : অর্থ তছরূপের মামসায় সোনিয়া গান্ধীকে দ্বিতীয় দফায় ইডির তলব নিয়ে পথে নেমেছে কংগ্রস। বিক্ষোভ দেখিয়ে রাজধানীর বুকে আটক হয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে কংগ্রেসের বহু নেতা-কর্মী। কংগ্রেসের বিক্ষোভ নিয়ে এবার সুর চড়ালো বিজেপি। মঙ্গলবার বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেছেন যে কংগ্রেস মনে করে যে তাদের ডাকাতি করার অধিকার রয়েছে। আর এ বিষয় কারো প্রশ্ন তোলা উচি নয়। 

কংগ্রেসের সত্যাগ্রহের তীব্র নিন্দা করে তিনি বলেছেন, ''কংগ্রেস তার রাজ্য প্রধান এবং নেতাদের কাছে প্রতিবাদ করার জন্য চিঠি লিখেছিল জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তির কাছে, যিনি ব্রিটিশ শাসন থেকে দেশের স্বাধীনতার সংগ্রামের সময় একটি সত্যাগ্রহ করেছিলেন।'' কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি নেতা আরো বলেন, "তাদের ভণ্ডামি ও দ্বৈত মানের উচ্চতা দেখুন, যারা দুর্নীতিতে ইন্ধন জুগিয়েছে, তারা জাতির পিতার মূর্তির কাছে তথাকথিত সত্যাগ্রহ করবে। তারা বাপুর নামকে বদনাম করবে। মহাত্মা গান্ধী যদি কোথাও থেকে দেখে থাকেন, তাহলে তিনি সিদ্ধান্ত নেবেন। কংগ্রেসকে বিলুপ্ত করা খুবই সঠিক ছিল।”