নিজস্ব সংবাদদাতা: দামোদর নদের বিষাক্ত প্রজাতির ক্যাট ফিসের কাঁটায় কুপোকাৎ হচ্ছেন দুর্গাপুর ব্যারেজের জলাধারের মৎস্যজীবীরা। কদাকার দেখতে ওই ক্যাট ফিসের আতঙ্কে আতঙ্কিত হয়ে উঠেছেন মৎস্যজীবীরা। নদের জলে থাকা মাত্র ৩ ইঞ্চির বিষাক্ত ক্যাট ফিসের কাঁটা বিঁধতেই জ্বালা-যন্ত্রণা সহ জ্বরে আক্রান্ত হচ্ছেন তাঁরা। পাশাপাশি ক্যাট ফিস তাঁদের জীবিকাতেও টান ধরাচ্ছে।