নিজস্ব সংবাদদতা : সোনিয়া গান্ধীকে ফের ইংরেজ দৈনিক সংক্রান্ত অর্থ তছরূপের মামলায় ইডির তলবের বিরোধিতা করে পথে নেমেছে কংগ্রেস। দিল্লি থেকে বাংলা সহ বিভিন্ন রাজ্যে চলছে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। দিল্লিতে সংসদ ভবন প্রাঙ্গনে গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল করে কংগ্রেস। কংগ্রেসের মিছিলে রয়েছেন রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেস নেতা-কর্মীরা। আন্দোলন প্রসঙ্গে বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খার্গে বলেন, পুলিশের নির্দেশে আমরা আন্দোলন করছি। এই সবই প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ বিরোধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করার এবং আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার ষড়যন্ত্র। আমরা ভয় পাব না, আমাদের লড়াই চলবে। আমরা দাবি করেছিলাম মূল্যস্ফীতি, বেকারত্ব, অগ্নিপথ এবং সংস্থার অপব্যবহার নিয়ে সংসদে আলোচনা হোক। সরকার তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে দীপেন্দ্র হুডা বলেন,আমরা বলেছিলাম রাজঘাটে প্রতিবাদ করব, কিন্তু অনুমতি দেওয়া হয়নি। আমরা বলেছিলাম যে আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেব। পুলিশ অনুমতি দেয়নি।
এদিকে কংগ্রেসের প্রতিবাদকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড রাজধানীতে। বেশ কিছু কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে। অভিযোগ, তারা রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিলের অনুমতি না পেয়েই রাস্তার মাঝখানে ধর্নায় বসেন। যদিও কংগ্রেস সাংসদদের অভিযোগ, পুলিশ তাদের হেনস্থা করছে।