নিজস্ব সংবাদদাতা: দিঘা থেকে বর্তমানে কলকাতায় ইলিশের চালান আসাতেই কলকাতার মার্কেটে এখন সস্তা ইলিশ। দেখে নেওয়া যাক আজ বাজারে কোন মাছের দাম কত রয়েছে।
রুই - 200 টাকা থেকে 210 টাকা কেজি
কাতলা - 350 টাকা থেকে 400 টাকা কেজি
ইলিশ - 400 টাকা থেকে 500 টাকা কেজি (300 গ্রাম)
ভেটকি - 600 টাকা প্রতি কেজি
ভোলা - 250 টাকা প্রতি কেজি
লোটে মাছ - 90 টাকা থেকে 120 টাকা কেজি
পাবদা মাছ - 500 টাকা কেজি থেকে শুরু।
তেলাপিয়া - 160 টাকা কেজি
ট্যাংরা - 250 থেকে 300 টাকা কেজি (ছোট আকার)